Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ

চবি করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২২ ২০:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধর করার প্রতিবাদে মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থী আকিব পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মূল ফটকে সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে সরে যান বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

‘নিরাপত্তা নেই কেন, প্রশাসন জবাব চাই’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’— বিক্ষোভের সময় এরকম স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

মারধরের শিকার আকিব বলেন, আমরা দুই-তিন জন ছিলাম। পাহাড়িকা হাউজিং সোসাইটির নতুন রাস্তার মাথায় সিএনজি অটোরিকশাচালকদের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটি হচ্ছিল। আমি সেখানে গিয়ে জানতে চাই, কেন চিৎকার-চেঁচামেচি হচ্ছে। এক পর্যায়ে সিএনজিচালক আমাকে ধাক্কা দেয় এবং গায়ে হাত তোলে।

আন্দোলনকারীরা বলেন, আজ (মঙ্গলবার) এক শিক্ষার্থীকে সিএনজিচালক শারীরিকভাবে হেনস্তা করেছে। গত কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের চুরি-ছিনতাইসহ অপরাধ বেড়েছে। এসবের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানানো হলেও তারা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীবান্ধব হতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এদিকে, আন্দোলনকারীরা নিজেদের সাধারণ শিক্ষার্থী দাবি করলেও সবাই শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মী বলে জানা যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেসব বিষয় নিয়ে আন্দোলন করছে, সেগুলো সমাধান করার জন্য প্রক্টরিয়াল বডি কাজ করবে।

সারাবাংলা/সিসি/টিআর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর শিক্ষার্থীদের বিক্ষোভ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর