ভাইকে হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভাইয়ের বিরুদ্ধে রায় বুধবার
২২ মার্চ ২০২২ ২৩:৪৯
ঢাকা: জাতীয় পার্টির সাবেক সাংসদ করিমউদ্দিন ভরসার এক ছেলেকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক ছেলের বিরুদ্ধে রায়ের জন্য বুধবার (২৩ মার্চ) দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২২ মার্চ) ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ঠিক করেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম জানান, ২০০৯ সালের ২৮ এপ্রিলে রাজধানীর বিজয়নগরে নিউ এইচ টোব্যাকোর কার্যালয়ে করিম উদ্দিন ভরসার এক ছেলে খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে গুলি করে হত্যা করেন আরেক ছেলে কবিরুল ইসলাম ভরসা। এ ঘটনায় পল্টন থানায় খায়রুলের স্ত্রীর বড় ভাই মামলা করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় বিচার কার্যক্রম শেষে ২০১৬ সালের ১১ এপ্রিল ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ আদালত কবিরের মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়।
জাহাঙ্গীর আলম আরও জানান, হাইকোর্টে এ মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। বুধবার রায় ঘোষণা হবে। মামলার আসামি কবিরুল ইসলাম ভরসা বর্তমানে পলাতক রয়েছেন।
সারাবাংলা/কেআইএফ/টিআর
কবিরুল ইসলাম ভরসা খায়রুল ইসলাম ভরসা ডেথ রেফারেন্স হত্যা মামলা