সুবর্ণজয়ন্তী মেলায় জেলা প্রশাসনের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ
২৪ মার্চ ২০২২ ১৮:১০
ঠাকুরগাঁও: জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক ভিত্তিতে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে। এসময় স্থানীয়রা আনিসুর রহমান নামে এক ব্যক্তিকে আটকও করে। পরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামছুজ্জামান আসিফের হস্তক্ষেপে মুক্ত পান।
গতকাল বুধবার রাতে স্থানীয়রা তাকে জেলা স্কুল বড় মাঠে চাঁদা নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আটক আনিসুর রহমান আউটসোর্সিংয়ের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুতের কাজ করেন। মেলার শুরুর দিন থেকে জিলাপি ব্যবসায়ী মতিয়ার রহমানের কাছ থেকে দিন প্রতি ১ হাজার টাকা হারে চাঁদা তুলতেন তিনি। ৭ দিনে তার সঙ্গে চুক্তি হয়েছে ৭ হাজার টাকা। ইতিমধ্যে ৩ হাজার টাকাও দিয়েছেন। বাকি টাকা অফিসে গিয়ে দিয়ে আসতে হবে বলে জানানো হয়েছিল। একইভাবে নাগরদোলার মালিকের কাছ থেকেও দিনপ্রতি ২ হাজার টাকা হারে চাঁদা তুলতেন এই আনিসুর।
চাঁদা আদায়কারী আনিসুর রহমান বলেন, ‘এই টাকা মেলায় দায়িত্বরত আনসারদের জন্য নেওয়া হচ্ছে। নাজির সাহেব জজ্জিসুর রহমানই এই টাকা তুলতে বলেছেন।’
জিলাপি ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন, ‘সারা দিন দোকানদারি করি। প্রতিদিন ৩ জন লোক নিয়ে কাজ করি। বেঁচা-কেনা শেষে কয় টাকা লাভ হয়? আবার যদি প্রতিদিন ১ হাজার টাকা চাঁদা দিতে হয়ে, তাহলে পরিবারের লোকজন নিয়ে কিভাবে চলবো?‘
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার বলেন, ‘বিষয়টি আমি শুনিনি। এর আগে কখনও এমন হয়নি। যদি হয়ে থাকে তা খুবই দুঃখজনক। বিষয়টি মেনে নেওয়ার মতো নয়।’
জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান বলেন, ‘এ ব্যাপারে আমার জানা নেই। তবে যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সারাবাংলা/এমও