আন্তর্জাতিক বিনিয়োগ ফোরামে গোলাম দস্তগীর গাজী
২৪ মার্চ ২০২২ ১৮:৫৮
ঢাকা: উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে আন্তর্জাতিক বিনিয়োগ ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।
২৪ মার্চ তাসখন্দে বিনিয়োগ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উজবিকাস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ। এ ছাড়া ওই অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীও বক্তব্য রাখেন।
উজবিকাস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ তার বক্তব্যে উজবেকিস্তানে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
২৪ মার্চ শুরু হওয়া তাসখন্দ আন্তর্জাতিক ফোরামের অনুষ্ঠান ২৬ মার্চ পর্যন্ত চলবে।
সারাবাংলা/একে
আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম গোলাম দস্তগীর গাজী পাট ও বস্ত্রমন্ত্রী