Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক কৃষিজ প্রযুক্তি প্রদর্শনী ও কনফারেন্স উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২২ ১৯:৩৭

ময়মনসিংহ: ‘স্মার্ট কৃষিতেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণ’ স্লোগানকে সামনে রেখে দেশের শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ শিল্পের বিকাশে ময়মনসিংহের উমেদ আলী পার্কে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষিজ প্রযুক্তি প্রদর্শনী ও কনফারেন্স শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে নগরীর টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গ্রিন ইনোভেশন টেকনোলজি ফার্ম আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।

বিজ্ঞাপন

কনফারেন্সে গ্রিন ইনোভেশান টেকনোলজি ফার্মের চেয়ারম্যান কৃষিবিদ আফজাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

এতে ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) এ বি এ মেসবাহ উদ দৌলা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক ড. ইসমত আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সারাবাংলা/টিআর

কৃষি কনফারেন্স কৃষিজ প্রযুক্তি প্রদর্শনী গ্রিন ইনোভেশন টেকনোলজি ফার্ম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর