Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে অস্ত্র-হেরোইনসহ সন্ত্রাসী ডাবলু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২২ ২২:২৬

জয়পুরহাট: জয়পুরহাটে একাধিক মামলার আসামি সন্ত্রাসী ইসমাইল হোসেন ডাবলুকে অস্ত্র ও হেরোইনসহ গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দিবাগত রাতে জয়পুরহাট পৌর শহরের হাতিল গাড়িয়াকান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ মার্চ) জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন ডাবলু নওগাঁর ধামইরহাট উপজেলার ধুরইল গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে।

বিজ্ঞাপন

ওসি শাহেদ আল মামুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় হাতিল গাড়িয়াকান্ত এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী ডাবলুকে ধারালো অস্ত্র ও ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, ডাবলু জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ছিনতাই করতো। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদকসহ পূর্বের ২০টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।

সারাবাংলা/এমও

গোয়েন্দা পুলিশ গ্রেফতার সন্ত্রাসী হেরোইন

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর