বেনাপোল বন্দরে ২ গ্রুপে ব্যাপক সংঘর্ষ, আহত ৮
লোকাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২২ ১৩:১৯ | আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৬:৩১
২৮ মার্চ ২০২২ ১৩:১৯ | আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৬:৩১
বেনাপোল (যশোর): বেনাপোল স্থল বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (২৮ মার্চ) দুই গ্রুপের মধ্যে ব্যাপক বোমাবাজি এবং গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
সকাল ১০ টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। ১ ঘন্টারও বেশি সময় চলে বোমাবাজি। অন্তত ৭০টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় আহত হয়েছেন ৮ জন। তবে ঘটনা শুরুর ১ ঘণ্টা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নাভারণ সার্কেল এ এস পি জুয়েল ইমরান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দরকেন্দ্রিক দুই গ্রুপের বোমাবাজির ঘটনা ঘটেছে। তবে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত দুই জনকে আটক করা হয়েছে।
সারাবাংলা/একেএম