Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনের অভয়ারণ্যে মধু আহরণের সময় ৭ মৌয়ালকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২২ ১৮:০৫

সাতক্ষীরা: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ অভয়ারণ্যে মধু আহরণের সময় সাত মৌয়ালকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্টোল টিমের সদস্যরা। সোমবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে তাদের আটক করা হয়।

পরে এ ঘটনায় ওই সাত জেলেকে বন আইনে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।

আটক মৌয়ালরা হলেন- শ্যামনগর উপজেলার যাবদপুর গ্রামের অমিনুর রহমান (৩২), পশ্চিম কৈখালী গ্রামের দিদারুল ইসলাম (৫২), আনোয়ার সরদার (৪২), আঙ্গর আলী (৩০), বৈশখালী গ্রামের আসলাম ফারুক (৫৫), মজিবর রহমান (৫২) ও জয়াখালী গ্রামের ইসমাইল হোসেন (৩৪)।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ গহীন অভয়ারণ্যের আঠারোবেঁকি এলাকায় কয়েকজন মৌয়াল মধু আহরণ করছিলেন। গোপন সংবাদ পেয়ে বনবিভাগের স্মার্ট টিমের দলপতি এফজি হারুনার রশিদের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে সাত মৌয়ালকে আটক করা হয়। এরপর বন আইনে তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমও

অভয়ারণ্য জরিমানা মৌয়াল সুন্দরবন সুন্দরবনের অভয়ারণ্য

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর