Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা সৈকতে পরপয়েস প্রজাতির মৃত ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২২ ২১:১৭

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে পরপয়েস প্রজাতির একটি মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থে ২ ফুট। সোমবার (২৮ মার্চ) সকাল আটটায় সৈকতের জাতীয় উদ্যান পয়েন্টে এটি ভেসে আসে। তবে কি কারণে এর মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত বলতে পারেনি কেউ।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানায়, ধারণা করা হচ্ছে ডলফিনটির ৭ থেকে ৮ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে। এর বয়স অনেক কম। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর রহস্য উন্মোচনে এর নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বিজ্ঞাপন

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, খবর শোনা মাত্র ঘটনাস্থলে লোকাল অফিসারকে পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

কুয়াকাটা কুয়াকাটা সৈকত ডলফিন পরপয়েস প্রজাতি মৃত ডলফিন

বিজ্ঞাপন

ছাত্রদলের ৩ নেতাকে নোটিশ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২১

তিস্তা নিয়ে বিএনপির ২ দিনের কর্মসূচি
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৩

আরো

সম্পর্কিত খবর