‘মুজিব হান্ড্রেড’ কনসার্ট উপভোগ করলেন প্রধানমন্ত্রী
২৯ মার্চ ২০২২ ২১:৪৯
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টে উপস্থিত হয়ে কনসার্ট উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৯ মার্চ) বৃষ্টি বাধায় বেশকিছু সময় বন্ধ থাকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আবারও অনুষ্ঠান শুরু হয়।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় উপস্থিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা পরে উপস্থিত হন প্রধানমন্ত্রী। বৃষ্টির কারণে ঠিক সময়ে মঞ্চে উঠতে পারেননি ভারত থেকে আসা অস্কারজয়ী সংগীত শিল্পী এ আর রহমানও।
বিসিবির আয়োজনে কনসার্টটি শুরু হয় জনপ্রিয় ব্যান্ড মাইলস আর কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সংগীত পরিবেশনায়। মাগরিবের নামাজের বিরতি পর হঠাৎ বৃষ্টি শুরু হলে থেমে থাকে অনুষ্ঠান। পরে বৃষ্টি থামলে আবারও মমতাজের গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
জানা গেছে, কয়েকবার বিরতি নিয়ে এ আর রহমান একে একে ৩৫টি গান পরিবেশন করবেন এই কনসার্টে। এর আগে ২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বিসিবি আয়োজিত এক কনসার্টেও পারফর্ম করেছিলেন উপমহাদেশের এই কিংবদন্তি সংগীতশিল্পী ও পরিচালক।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছিল সরকার। এ উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দু’টি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছিল বিবিসি। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের হানায় সে আয়োজন থমকে যায়।
তবে মুজিববর্ষে বিসিবি যত লিগ, টুর্নামেন্ট বা সিরিজের আয়োজন করেছে, তার সবক’টিতেই ছিল বঙ্গবন্ধুর নাম। এবারে এ আর রহমানকে নিয়েই আরেকটি কনসার্ট আয়োজন করা হলো।
সারাবাংলা/এনআর/টিআর