Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্লগার অনন্ত হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২২ ১৩:৪৪

সিলেট: সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ মার্চ) দুপুরে সিলেটের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— আবুল খায়ের রশিদ, আবুল হোসেন, ফয়সল আহমদ ও মামুনুর রশীদ। সফিউর রহমান ফারাবীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারের নুরানী দিঘীর পাড়ে ব্লগার অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা করা হয়।

২০১৭ সালের ৯ মে ৬ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় সিআইডি।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবুল খায়ের রশিদ গ্রেফতার হয়ে কারাগারে। বাকি তিনজন আবুল হোসেন, ফয়সল আহমদ ও মামুনুর রশীদ পলাতক।

সারাবাংলা/এএম

৪ জনের মৃত্যুদণ্ড ব্লগার অনন্ত হত্যা

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর