Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে দেড় লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২২ ১৪:৩৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে দেড় লাখ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

মঙ্গলবার (২৯ মার্চ) রাতে নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আহমেদ পেয়ার জানিয়েছেন।

গ্রেফতার মো. জাকির (৪০) মৌলভী পুকুর পাড়ে রিয়াজ উদ্দিন উকিল সড়কের শাহী চাটগাঁ হোটেলে জাল নোট বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ওই হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এডিসি আহমেদ পেয়ার সারাবাংলাকে বলেন, পুলিশ দেখে জাকির পালানোর চেষ্টা করে। আমরা ধাওয়া দিয়ে তাকে আটক করি। তার কোমরে লুঙ্গির সঙ্গে বেঁধে রাখা অবস্থায় এক লাখ ৫১ হাজার টাকা মূল্যমানের ১০৫টি এক হাজার টাকা ও ৯২টি ৫০০ টাকার নোট পাওয়া যায়। আমরা যাচাইবাছাই করে নোটগুলো জাল বলে নিশ্চিত হয়েছি। জিজ্ঞাসাবাদে জাকির জানিয়েছে, সে একসময় ঢাকার সদরঘাটে একটি হোটেলে চাকরি করত। সেখানে সাগর নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। সাগর তাকে জাল নোটগুলো সরবরাহ করেছে।

বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য জাকিরকে চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তিনদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন এডিসি আহমেদ পেয়ার।

সারাবাংলা/আরডি/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ

চীন সফরে যাচ্ছেন বিএনপির ৪ নেতা
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৫৬

কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪০

সম্পর্কিত খবর