চীফ ইঞ্জিনিয়ার নাজমুল সাময়িক বরখাস্ত
১৫ এপ্রিল ২০১৮ ১৭:৫১ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৬:৪৯
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: নৌপরিবহন অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার (চলতি দায়িত্ব) এস এম নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১৫ এপ্রিল) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
গত ১২ এপ্রিল দুর্নীতি দমন কমিশন কর্তৃক তাঁকে গ্রেফতারের প্রেক্ষিতে গ্রেফতারের তারিখ হতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।
প্রসঙ্গত, ১২ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুদকের একটি টিম সেগুনবাগিচার সেগুন রেস্টুরেন্ট থেকে তাকে ঘুষের ৫ লাখ টাকাসহ গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
সারাবাংলা/এমএস