Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবীন্দ্রসংগীত শিল্প সংস্থার শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২২ ২২:১১

ঢাকা: বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্প সংস্থার শিল্পী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর আয়োজন করা হয় এই সম্মেলন।

শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংস্থার সব সদস্য অংশ নেন।

সম্মেলনের শুরুতে বরেণ্য আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংস্থার সভাপতি সাজেদ আকবর সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন। সংস্থার সাধারণ সম্পাদক ড. মকবুল হোসেন করোনাকালীন সংস্থার বিস্তারিত কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সংস্থার সাধারণ সদস্যরা পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা ও তাদের মতামত ব্যক্ত করেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে সংস্থার শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এছাড়া গত ২৯ মার্চ বিসিবির উদ্যোগে মিরপুর স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত কনসার্টে সরকারি নীতিমালা লন করে বিকৃতভাবে জাতীয় সংগীত পরিবেশনের তীব্র নিন্দা জানানো হয়। একইসঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে আহ্বান জানানো হয়।

সারাবাংলা/ইএইচটি/টিআর

রবীন্দ্রসংগীত শিল্প সংস্থা শিল্পী সম্মেলন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর