Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনাশূন্য আরেকটি দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২২ ১২:৪০

চট্টগ্রাম ব্যুরো: সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। একই সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত কারও মৃত্যুর তথ্যও পাওয়া যায়নি।

এর আগে ৪ মাস পর গত বৃহস্পতিবার (৩১ মার্চ) চট্টগ্রাম করোনার সংক্রমণ ও মৃত্যুশূন্য ছিল।

শনিবার (২ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনার হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর ও জেলা মিলে ২৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় উপজেলা ও শহরের কোথাও সংক্রমিত কেউ শনাক্ত হননি।

এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুইজনের করোনা শনাক্ত হয়। গত বৃহস্পতিবারের প্রতিবেদনে ৩২৪ জনের নমুনা পরীক্ষা করে কেউ সংক্রমিত এবং কারও মৃত্যু না হওয়ার কথা বলা হয়েছিল।

এর আগে, সর্বশেষ ২০২১ সালের ২২ নভেম্বর চট্টগ্রামে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার শূন্য শতাংশ ছিল। বছরের শেষদিক থেকে সারাদেশের মতো চট্টগ্রামেও করোনার সংক্রমণ বাড়তে থাকে। তবে মাসখানেক পর সংক্রমণ ও মুত্যু আবারও নিম্নমুখী হতে শুরু করে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত শনাক্ত হয়। চট্টগ্রামে ওই বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৮। মারা গেছে মোট ১ হাজার ৩৬২ জন।

সারাবাংলা/আরডি/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর