Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিয়েভে মাইন পুঁতে রেখে পিছু হঠছে রুশ সেনারা: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল ২০২২ ২২:১২

কিয়েভ থেকে পিছু হঠার আগে রুশ সেনারা বেসামরিক নাগরিকদের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করে রেখে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, রুশ সেনারা পরিত্যক্ত সামরিক সরঞ্জাম, মৃতদেহ এবং বাড়ির আশেপাশে ও রাস্তায় মাইন পুঁতে রেখে গেছে।

এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এক ঘোষণায় বলা হয়, কিয়েভে তাদের সামরিক লক্ষ্য পূরণ হয়েছে। এবার কিয়েভ থেকে সেনা সরিয়ে পূর্ব ইউক্রেনের ডনবাসে বেশি মনযোগী রাশিয়া। এদিকে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেন কর্তৃপক্ষও জানিয়েছে, কিয়েভে থেকে সেনা সরানোর প্রমাণ পেয়েছে তারা।

বিজ্ঞাপন

তবে এ ব্যাপারে ভলোদোমির জেলেনস্কি জাতির উদ্দেশে এক রেডিও বার্তায় বলেন, এখনও স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব নয়। আমরা যেসব এলাকায় রুশদের কবল থেকে পুনরাই দখল করেছি সেসব এলাকায় আর গোলাগুলি হবে না। তবে রুশ সেনারা বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রেখেছে, তাই এখনই স্বাভাবিক চলাফেরা সম্ভব নয়।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর