Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২২ ১৬:০৫

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: মাদক মামলায় মহুবুল ওরফে কালু নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৪ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মহুবুল রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আফাজউদ্দীনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের সহকারী সরকারী কৌশলী আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের তিন জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোরশিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ মহুবুলকে আটক করে র‍্যাব -৫। এ ঘটনায় র‍্যাবের উপপরিদর্শক মাহবুদুল হাসান কালুকে আসামি করে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক জাহিদুল ইসলাম ১১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই রায় দেন।

সারাবাংলা/এসএসএ

চাঁপাইনবাবগঞ্জ


বিজ্ঞাপন
সর্বশেষ

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৪

সম্পর্কিত খবর