Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্রাজিল-মালয়েশিয়া তেলের দাম কমালে আমরাও কমাব’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২২ ১৯:০০

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ব্রাজিল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তেলের দাম না কমলে আমরা কমাতে পারব না। ভ্যাট কমানোয় ইতোমধ্যে বাজারে তেলের দাম কিছুটা কমেছে। পেঁয়াজের দামও কম। আমার বাসার জন্য আমি ২৮ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনেছি। রাজধানীর উত্তরায় যদি পেঁয়াজের দাম ২৮ টাকা হয় তাহলে উৎপাদন পর্যায়ে কৃষক পাবে ১৪/১৫ টাকা। এতে করে কৃষক তার ন্যায় মূল্যে থেকে বঞ্চিত হবে।

সোমবার (৪ এপ্রিল) বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রথম সভা শেষে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করতে সরকার টিসিবিকে আরও শক্তিশালী করবে। ইতোমধ্যে টিসিবিকে সক্রিয় করে এক কোটি লোকের কাছে পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে টিসিবিকে আরও সক্রিয় করার চিন্তাভাবনা রয়েছে।’

সড়কে পণ্য পরিবহনে চাঁদাবাজি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কিছুক্ষণ আগেও পণ্য পরিবহনে চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। আজকের বৈঠকেও বিস্তারিত আলোচনা হয়েছে। এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতিও বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলেও আমাদের আশ্বস্ত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোথায় কোথায় চাঁদাবাজি হচ্ছে, খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা নেবেন।’

আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রেলের মাধ্যমে পণ্য পরিবহন করা যায় কি না সেটা চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এটা করা গেলে ভালো হবে। বিশেষ করে বগুড়া, পঞ্চগড় ও ঠাকারগাঁও থেকে ওয়াগণের মাধ্যমে পণ্য পরিবহন করা গেলে খরচ কমবে।’

এর আগে, সরকারের গঠিত টাস্কফোর্স কমিটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ এ সংক্রান্ত বিষয়ে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। সেগুরো হলো- স্থলবন্দর কর্তৃপক্ষ এবং শুল্ক স্টেশনগুলো পবিত্র রমজানের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে ফেরি পারাপারে বিআইডব্লিউটিসি কর্তৃক সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এছাড়া ন্যায্যমূল্য নিশ্চিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ জেলা ও উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতকারীদের বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়াতে হবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা পুলিশ অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা করবে। এছাড়াও পাইকারী হতে খুচরা পর্যায়ে অতিরিক্ত মুনাফার বিষয়ে কঠোর নজরদারি বাড়ানো এবং খুচরা পর্যায়ে মূল্যতালিকা প্রদর্শন এবং সব ধাপে পাকা রশিদ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

সারাবাংলা/জিএস/পিটিএম


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর