Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নকল ধরায় চবি শিক্ষককে হুমকি ছাত্রলীগ কর্মীর!

চবি করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২২ ২০:৩৫

চট্টগ্রাম ব্যুরো: পরীক্ষার হলে নকল ধরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গালিগালাজ ও হুমকি দিয়েছেন ছাত্রলীগের এক কর্মী। হুমকি পেয়ে ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক মো. তানবীর হাসান বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে হুমকির বিষয়টি লিখিতভাবে জানান।

অভিযুক্ত রাজু মুন্সি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ হিসাববিজ্ঞান বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র। শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের কর্মী হিসেবে পরিচিত। সিক্সটি নাইন গ্রুপ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

জানা যায়, মাস তিনেক আগে প্রভাষক তানবীর বাংলা বিভাগে গেস্ট টিচার হিসেবে পরীক্ষার হলে ডিউটি করেন। সেসময় ওই বিভাগের এনজয় বড়ুয়া নামে এক শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় হাতে-নাতে ধরেন। এরপর থেকে রাজু মুন্সি তাকে মোবাইলে হুমকি দিতে থাকেন।

ভুক্তভোগী প্রভাষক তানবীর হাসান সারাবাংলাকে বলেন, ‘এটা ৩-৪ মাস আগের ঘটনা। বাংলা বিভাগের একটা পরীক্ষায় এনজয় বড়ুয়া নামে এক শিক্ষার্থীকে নকলসহ ধরছিলাম। ওই বিষয় নিয়ে রাজু মুন্সি আমার সঙ্গে দেখা করতে আসে। তার আগেও আমাকে মোবাইলে অসভ্য ভাষায় কথাবার্তা বলে ও হুমকি দেয়। আজও (সোমবার) রেজিস্ট্রার ভবনের সামনে সরাসরি দেখা করতে যায়। সেখানে গিয়ে দেখি ওই শিক্ষার্থীকে নিয়ে এসেছে। সেখানেও আমার সঙ্গে অকথ্য ভাষায় কথাবার্তা বলে। রাজু মুন্সি আমাকে মোবাইলে ও সরাসরি হুমকি দিয়েছে। সেই কারণে আমি প্রক্টর অফিসে অভিযোগ দিয়েছি।‘

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.রবিউল হাসান ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন টিপু সারাবাংলাকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা করেছি। ওই শিক্ষক আমাদের ব্যাচমেট। শিক্ষক হওয়ার আগে থেকে মুভমেন্ট করতো। রাজু মুন্সির ইমিডিয়েট সিনিয়র। তারা আবেগ থেকে কথাবার্তা বলছে। তানবীর হাসান যেহেতু শিক্ষক সেই জায়গা থেকে আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি। আশা করি একটি সমাধান হয়ে যাবে।’

তবে এ বিষয়ে অভিযুক্ত রাজু মুন্সির বক্তব্য জানা যায়নি।

সারাবাংলা /সিসি/পিটিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর