Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়িতে ঢুকে শিশুকে হত্যা, বাবা গুলিবিদ্ধ


১৬ এপ্রিল ২০১৮ ১২:৩১ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৬:৪৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় প্রতিহিংসার জের ধরে এক ব্যক্তির বাড়িতে ঢুকে হামলা ও গুলি চালিয়েছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী।  তাদের ছোড়া গুলিতে এক শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে শিশুটির বাবাও।

নিহতের নাম মো. নীরব উদ্দিন (১০)। সে স্থানীয় রহমানিয়া ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। গুলিতে আহত হয়েছেন শিশুর বাবা মিরাজ উদ্দিন (৩৫)।

নিহত নীরবের চাচা রাশেদুল ইসলাম নান্টু বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে রোববার রাতে স্থানীয় সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মহিউদ্দিন মুহিন, গুল আজাদ, আবু তাহেরসহ ১৫-২০ সন্ত্রাসী আমাদের বাড়িতে এসে হামলা করে। এ সময় আমার ভাতিজা ও ভাই গুলিবিদ্ধ হয়। তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে উ্ন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে আনার পথে নীরব উদ্দিন মারা যান। নীরবের বাবা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।’

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও (আবাসিক চিকিৎসক) ডা. আজিম জানান, রাতে নীরব উদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়, কিন্তু হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। মিরাজ উদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন তার হাত ও পিঠে গুলি লেগেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান শিকদার জানান, সন্ত্রাসী হামলায় মিরাজ উদ্দিন আহত ও তার ছেলে নীরব গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/টিএম/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর