Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে মন্তব্যের জেরে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২২ ২২:১৪

সিলেট: নারীর পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্যকারী পুলিশের কোর্ট পরিদর্শক লিয়াকত আলীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে তাকে আদালত থেকে সরিয়ে নেওয়া হয়।

এদিকে, রাজধানীতে এক নারী শিক্ষককে টিপ পরা নিয়ে অশোভন মন্তব্য করেন এক পুলিশ সদস্য। এ নিয়ে সামাজিক যোগাযগের মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তার মধ্যেই সোমবার (৩ এপ্রিল) কোর্ট পুলিশের পরিদর্শক লিয়াকত আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ মন্তব্য ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। পরে পরিদর্শক লিয়াকত মন্তব্যটি মুছে দিলেও স্ক্রিনশটের বদৌলতে তা ভাইরাল হয়।

অন্যদিকে, রাতে বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর