Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের অব্যবস্থাপনায় রমজানে বিপর্যস্ত জীবন: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২২ ১৬:৩৯

ঢাকা: সরকারের ব্যর্থতা আর ইচ্ছাকৃত অব্যবস্থপনার শিকার হয়ে রমজানে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৬ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট, রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ এবং হাওরে ‘অকাল’ বন্যায় কৃষকের ক্ষয়-ক্ষতি নিয়ে কথা বলেন রিজভী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সরকারের ব্যর্থতা আর ইচ্ছাকৃত অব্যবস্থাপনার শিকার হয়ে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লোডশেডিংয়ের পাশাপাশি এখন চলছে গ্যাসশেডিং। বিদ্যুৎ যাচ্ছে-আসছে। এই আছে, এই নেই। লাইনে পানি আছে তো গ্যাস নেই। আবার গ্যাস থাকলে, পানি নেই। তীব্র গ্যাস সংকটে রোজা রেখে ইফতারিও তৈরি করতে পারছে না মানুষ।’

রিজভী বলেন, ‘বাসায় যখন গ্যাস নেই, তখন তৈরি হয়েছে আরেক দুঃসংবাদ। ফের বাড়ানো হয়েছে এলপিজির দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাইরে থেকে ইফতারি কেনা মানুষের জন্য তৈরি করছে বাড়তি সংকট।’

রাজধানীর যানজট প্রসঙ্গে তিনি বলেন, ‘যানজট এমন পর্যায়ে পৌঁছেছে যে, ঘর থেকে বেরোলেই স্থবির হয়ে যায় জীবন। যানজটে অলিগলি, প্রধান সড়ক- সর্বত্রই এখন স্থবিরতা। একে তো তীব্র গরম, তার ওপর অসহনীয় যানজট, জীবন যেন ওষ্ঠাগত। তীব্র যানজটের কারণে লোকজনকে এখন ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় থাকতে হচ্ছে। যানজটের এখন আর সকাল বিকাল বা রাত নেই। গভীর রাত, এমনকি ভোরেও রাজধানী জুড়ে যানজট। ফলে লোকজন ঠিক মতো অফিসে বা কাজে যেতে পারছেন না, ফিরতে তাদের গাড়িতে বা রাস্তাতেই ইফতার করতে হচ্ছে।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘রাজধানীবাসীর আরেক আতঙ্কের নাম ডায়রিয়া। করোনা মহামারির প্রকোপ কমলেও নতুন করে দেখা দিয়েছে ডায়রিয়া। প্রতি মিনিটে এক জন এবং প্রতিদিন হাজারেরও বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। শিশুদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবক মহল।’

বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি বলেন, ‘ওয়াসার দূষিত পানির কারণে এই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ঢাকা ওয়াসায় লুটপাটের বিশাল সিন্ডিকেটের মাথার মনি করে একজনকেই ১৩ বছর যাবত এমডি রেখেছেন প্রধানমন্ত্রী। ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর তিনি ১৪ বার পানির দাম বাড়িয়েছেন। আর এই সময়ের মধ্যে নিজের বেতন ভাতা বাড়িয়েছেন ৪২১ শতাংশ। এখন তিনি বেতন-ভাতা পান মাসে ৬ লাখ ২৫ হাজার টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে নজীরবিহীন। এই এমডির সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে, তিনি পানির দাম ও নিজের বেতন পাল্লা দিয়ে বাড়াতে পারেন। কিন্তু দূষিত পানি বিশুদ্ধ করতে পারেন না।’

রিজভী বলেন, ‘সরকার বড় বড় কথা বলে, সারাক্ষণ সপ্তসুরে গলাবাজি করে। ছবিতে বড় বড় ফ্লাইওভার, উড়াল সেতু বড় বড় ব্রিজ, মেগা প্রকল্প, দোতলা-তিনতলা রাস্তার ছবি দেখান। অথচ আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছে, বর্তমান পথ না ছাড়লে বাংলাদেশের পরিণতিও শ্রীলংকার মতো হবে। কেবল সময়ের অপেক্ষা।’

হাওরে ‘অকাল’ বন্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিনা মেঘে বজ্রপাতের মতো মানুষের ভরা ফসলের ক্ষেত-খামার, প্রতিরক্ষা বাঁধ, বাড়ি-ঘর-রাস্তাঘাট ভাসিয়ে নিয়ে যাচ্ছে ভারতের মেঘালয়-চেরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ী ঢল। কৃষকের চোখের সামনে সব ডুবলেও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া তাদের কিছু করার নেই। একমাত্র ফসল হারিয়ে তারা সর্বশান্ত।’

রিজভী বলেন, ‘সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ ডুবিয়ে আশপাশের বিভিন্ন জেলায় অকাল বন্যা পরিস্থিতির বিস্তার ঘটছে। ভারত থেকে আসা ঢলের কারণেই বাংলাদেশে অকাল বন্যায় লাখ লাখ একর জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের ঘরবাড়ি ভেসে যাচ্ছে। এসব এলাকায় বাঁধ নির্মাণে শত শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। হাওর রক্ষা বাঁধ উঁচু ও টেকসই করে নির্মাণ করা হলে এবং সংস্কার কাজ যথাযথ হলে এতবড় ফসলহানির ঘটনা ঘটত না। বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের আত্মীয়স্বজন এবং তাদের দলের নেতা-কর্মীদের ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খনা সোহেল, স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

বিএনপি রুহুল কবীর রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর