মানিকছড়িতে ব্যবসায়ি নিখোঁজ, পরিবারের দাবি অপহরণ
৬ এপ্রিল ২০২২ ১৮:১৩
খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কালাপানি খাড়িছড়া এলাকা থেকে আবদুল কাদের (৪৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তার পরিবারের দাবি, সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছেন।
পুলিশ ও পারিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আবদুল কাদের খাড়িছড়ার দোকান থেকে বাড়ির পথে রওনা দেন। তবে তিনি আর বাড়ি ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
পরে বুধবার (৬ এপ্রিল) সকালে খাড়িছড়া মন্দির সংলগ্ন জঙ্গলে তার ব্যবহৃত নম্বরবিহীন মোটরসাইকেল, জুতা, স্কচস্টেপ ও একটি দড়িসহ বেশকিছু আলামত পাওয়া যায়।
পরিবার বলছে, পুলিশকে খবর দিলে পুলিশ এসব আলামত জব্দ করে এবং সম্ভাব্য স্থানে উদ্ধার তৎপরতা চালায়। নিখোঁজ আবদুল কাদেরকে অপহরণ করা হয়েছে দাবি করে দ্রুত তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছে পরিবার।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম বলেন, পারিবারিকভাবে বিষয়টি অবহিত হয়ে নিখোঁজ ব্যক্তির মোটরসাইকেল ও বেশকিছু আলামত উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির পক্ষে কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে সেটিও আমলে নেওয়া হবে।
সারাবাংলা/টিআর