Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৬ ফুট লম্বা মৃত স্পিনার ডলফিন

লোকাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২২ ২৩:৩৬

কুয়াকাটা (পটুয়াখালী): কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত স্পিনার ডলফিন। এর লেজে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। ডলফিনটি উদ্ধারকারীদের ধারণা, সৈকতে ভেসে আসার দুয়েক ঘণ্টা আগে এটি মারা গেছে।

বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে কুয়াকাটা ঝাউবন সংলগ্ন সৈকতে এটি দেখতে পান স্থানীয় একজন ট্যুর গাইড। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা এটি উদ্ধার করেন।

ডলফিনটি প্রথম দেখতে পাওয়া ট্যুর গাইড মোবারক ও স্থানীয় জেলেরা জানান, সৈকতে জোয়ারে পানিতে ডলফিনটি তারা ভেসে আসতে দেখেছেন। তারা বলছেন, দুয়েক ঘণ্টা আগেই এটি মারা গেছে। কেননা এর আকৃতির কোনো পরিবর্তন হয়নি।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, আমারা ডলফিনটি বালুচাপা দিয়ে রেখেছি।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির ফিল অরগানাইজার মো. মাসুম বিল্লাহ জানান, এটি স্পিনার বা গুর্নি ডলফিন প্রজাতির। এর বৈজ্ঞানিক নাম ‘স্টেনেলা লংগিরোস্ট্রিস’। এটি সাধারণত গভীর সমুদ্রে থাকে।

কী কারণে ডলফিনটি মারা গেছে, সে বিষয়ে ধারণা করতে পারছেন না কেউই। তবে গত বেশ কিছুদিন ধরে একের পর এক ডলফিন, কচ্ছপ, জেলিফিশ ও রাজ কাঁকড়ার মরদেহ কুয়াকাটা সৈকতে ভেসে আসা নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা।

সারাবাংলা/টিআর

কুয়াকাটা সৈকত মৃত ডলফিন স্পিনার ডলফিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর