Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিয়েভ ও চেরনিহিভ থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
৭ এপ্রিল ২০২২ ১১:৫২ | আপডেট: ৭ এপ্রিল ২০২২ ১৪:১৬

ছবি: এনডিটিভি

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভ অঞ্চল থেকে রাশিয়া তাদের সেনাদের প্রত্যাহারের কাজ শেষ করেছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা। খবর বিবিসি।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি গতকাল বুধবার (৬ এপ্রিল) সাংবাদিকদের বলেন, ‘কিইভ এবং চেরনিহিভের কাছে এলাকায় মোতায়েন করা রুশ বাহিনী প্রত্যাহারের কাজ সম্পন্ন হয়েছে। বেলারুশ ও রাশিয়ায় পুনরায় একত্রিত করা ও পুনর্গঠনের জন্য তাদের ওই দুই এলাকা থেকে প্রত্যাহার করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,‘আমরা কিয়েভ বা চেরনিহিভের আশেপাশে বা তার আশেপাশে রাশিয়ান বাহিনী দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কৌশলগত লক্ষ্যগুলোর অর্জন শূন্য।’

তিনি আরও বলেন, ‘রুশ বাহিনী সত্যিই শুধুমাত্র একটি ছোট জনসংখ্যা কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা খারকিভের নিয়ন্ত্রণ নেয়নি।’

ইউক্রেনের পূর্ব অঞ্চল ডোনবাসে নিজেদের শক্তি কেন্দ্রীভূত করার ঘোষণা দেয় রাশিয়া। এর কয়েকদিন পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা এ তথ্য জানালো।

সারাবাংলা/এনএস

ইউক্রেন যুক্তরাষ্ট্র রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর