Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি সব সময় চিন্তা করে বাংলাদেশ দেউলিয়া হয় না কেন?’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২২ ২৩:২১

গাইবান্ধা: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি সব সময় চিন্তা করে বাংলাদেশ দেউলিয়া হয় না কেন, তারা শ্রীলংকার উদাহরণ দেয়। কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী চিন্তা করেন বাংলাদেশের মানুষ শিক্ষিত হবে, কিভাবে ভালো থাকবে।’

শনিবার (৯ এপ্রিল) গাইবান্ধার ফুলছড়ি বালাসী-বাহাদুরাবাদঘাট পরীক্ষামূলক লঞ্চ চলাচলের উদ্বোধন শেষে বালাসী নৌ-টার্মিনালে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘আজ দেশের মানুষ শতভাগ বিদ্যুতের সুবিধা পাচ্ছে। মানুষের খাদ্য নিরাপত্তার পাশাপাশি জীবনের নিরাপত্তা ব্যবস্থা করেছে। আর বিএনপি মানুষের উপর যে অন্যায় করেছে, আজ তারা তা ভোগ করছে।’

তিনি আরও বলেন, ‘নৌপথ ধরে রাখার জন্য একমাত্র আওয়ামী লীগ সরকার পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী একশ বছরের বদ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছেন। এছাড়া ৪০টি ড্রেজারের মাধ্যমে সারাদেশে ১১টা ড্রেজার বেজ হবে এখানে বালাসীঘাটে একটি ড্রেজার বেজ হবে। নদীর নাব্যতা ধরে রাখার জন্য ২টি ড্রেজার সার্বক্ষণিক কাজ করবে। নৌপথ চালু রাখার জন্য ১৪৫ কোটি টাকার প্রকল্প নিয়ে বালাসী ও বাহাদুরাবাদ উভয় পারে টার্মিনাল নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজনে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড.রফিকুল ইসলাম খান, গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম হিরুসহ অনেকে।

বিজ্ঞাপন

এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাহাদুরাবাদ-বালাসী ঘাট রুটে পরীক্ষামূলক লঞ্চ চলাচল ও বালাসী নৌ বন্দরের টার্মিনালের উদ্বোধন করেন।

সারাবাংলা/এমও

খালিদ মাহমুদ চৌধুরী দেউলিয়া নৌপরিবহন প্রতিমন্ত্রী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর