Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৩ সালে সংক্ষিপ্ত সিলেবাসেই সব বিষয়ে এসএসসি-এইচএসসি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২২ ১৩:০৮

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ফাইল ছবি

ঢাকা: চলতি বছরের মতো সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। এসএসসি-সমমান পরীক্ষা আগামী বছরের এপ্রিল মাসে এবং এইচএসসি-সমমান পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব তথ্য জানান।

একই সিলেবাসে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও অনুষ্ঠিত হবে। ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ১৯ জুন এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ আগস্ট ধরা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২৩ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সব বিষয়ে এবং সম্পূর্ণ মার্কিং পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পায়নি। ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ওমিক্রনের প্রভাব শুরু হওয়ার আগে চলতি বছর ১৪ মার্চ পর্যন্ত সপ্তাহে দুই দিন করে সরাসরি ক্লাস করার সুযোগ পেয়েছে তারা। এর মধ্যে ২০ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ওমিক্রনের সংক্রমণে আবারও প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ ছিল।’

গত ১৫ মার্চ থেকে শিক্ষার্থীরা সরাসরি শ্রেণি কার্যক্রমে সপ্তাহে ছয় দিন করে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বর পর্যন্ত সরাসরি শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকলে এই নবম ও দশম শ্রেণিতে মিলে সর্বমোট ১৬২ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবে। যেখানে স্বাভাবিক অবস্থায় তারা ৩১৬ কর্মদিবস ক্লাস করার কথা। তাছাড়া এই শিক্ষার্থীরা ২০২০ সালে ৮ম শ্রেণিতে জেএসসি-জেডিসি পরীক্ষাতেও অংশ নিতে পারেনি।’ এমনকি নবম শ্রেণির পরীক্ষাও দিতে পারেনি বলে উল্লেখ করেন দীপু মনি।

বিজ্ঞাপন

এসব দিক বিবেচনায় ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য ঘোষিত সিলেবাস অনুসারেই অনুষ্ঠিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

সারাবাংলা/টিএস/এমও

এইচএসসি এসএসসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর