জঙ্গি সন্দেহে আটক ৭ যুবক রিমান্ডে
১৬ এপ্রিল ২০১৮ ১৬:১৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০১৮ ১৬:৩২
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে জঙ্গি সন্দেহে আটক হওয়া সাত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি দেন।
এর আগে তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন। শুনানি শেষে আদালত দুইদিন মঞ্জুর করেন আদালত। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী সারাবাংলাকে এই তথ্য জানান।
শুক্রবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নগরীর কোতয়ালি থানার আসকার দিঘীর পাড়ে আনন্দবাগ আবাসিক এলাকা থেকে তাদের আটক করে র্যাব।
এরা হলেন, মো. তামিম (২৯), মো. আজফার (২১), মো. ইমরান (২৭), মো. পলাশ (২৮), মো. রিদওয়ান (২৭), এস এম জাওয়াদ (২৬) এবং মো. মুনতাসির (২৬)। অনলাইনভিত্তিক ‘দ্বীন ফোর্স এক্সট্রিম’ নামে একটি গ্রুপের সদস্য এরা- জানায় র্যাব।
র্যাব জানায়, আটক সাতজনের সবাই উচ্চশিক্ষিত। এদের মধ্যে আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের কর্মীও রয়েছেন। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শের সঙ্গে দ্বীন ফোর্স এক্সট্রিম গ্রুপের মতাদর্শের মিল আছে।
সারাবাংলা/আরডি/এটি