Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারইস্টের সাবেক এমডিসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২২ ২২:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ৬১ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ফারইস্ট ফাইন্যান্সের সাবেক এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার আসামিরা হলেন- ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শান্তনু সাহা, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফান্যান্সিয়াল অফিসার মো. হাফিজুর রহমান, সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আহসানুল ইসলাম এবং সিনিয়র ম্যানেজার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হক চৌধুরী।

মঙ্গলবার (১২এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ কমিশনের উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে কমিশন সূত্রে জানা যায়।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধ দেখিয়ে ব্যাংক বরাবর চেক ইস্যু না করে বিভিন্ন ভুয়া ব্যক্তি বরাবর ১১টি বাহক চেকের মাধ্যমে ৬১ লাখ ২০ হাজার ১১ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন আসামিরা। মূলত যেসব ব্যক্তির নামে বাহক চেক ইস্যু করা হয়েছিল প্রকৃতপক্ষে তাদের বাস্তবিক অস্তিত্ব পায়নি দুদক। ২০১৭ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত সময়ে ওই টাকা আত্মসাৎ করে।

সারাবাংলা/এসজে/পিটিএম

দুদক ফারইস্ট ফাইন্যান্স মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর