Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২২ ১৭:২৯

নারায়ণগঞ্জ: বন্দর এলাকায় জলি আক্তার আনিকা নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী আশিকউল্লার বিরুদ্ধে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কোর্টপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

নিহত জলি আক্তার আনিকা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চর্চাতলা গ্রামের আবুল কালামের মেয়ে। তার স্বামী আশিকউল্লাহ একজন অটোরিকশা চালক।

বিজ্ঞাপন

বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক সাহা জানান, রাতের কোনো এক সময় আনিকাকে গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যার করে। পরে লাশ গুমের উদ্দেশে বাড়ির পাশে একটি নির্জনস্থানে নিয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পলাতক স্বামী আশিকউল্লাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার ছোট ভাইকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর