বাঙালি সংস্কৃতি ধারণ করেই আমরা এগিয়ে যাব: তাপস
১৪ এপ্রিল ২০২২ ১১:২১
ঢাকা: বাঙালি সংস্কৃতিকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, আজ আমরা রমনা বটমূলে সমবেত হয়েছি। রমনা বটমূলের এই বর্ষবরণ অনুষ্ঠান আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম ও অবিচ্ছেদ্য অনুষঙ্গ। আমাদের ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে রমনা বটমূলের এই সাংস্কৃতিক মিশেল আমাদেরকে পরিতৃপ্ত করে, বাঙালিত্বে সামগ্রিকতা দান করে। তাই আমাদের এগিয়ে যেতে হলে বাঙালি সংস্কৃতিকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
করোনা মহামারির কারণে দুই বছরের বিরতির পর ফের রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠান ফিরে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেন মেয়র তাপস।
তিনি বলেন, এ ধরনের আয়োজনকে আরও উৎসবমুখর করে তুলতে হবে। নতুন প্রজন্মের মধ্যে এই উৎসবের উচ্ছ্বাস ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাঙালি সংস্কৃতির পূর্ণতার পরিসর বহুমাত্রায় উদ্ভাসিত হবে।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসময় ঢাকাবাসীসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
এর আগে, সকাল সাড়ে ৬টায় ডিএসসিসি মেয়র তাপস রমনা বটমূলে ছায়ানট আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন। সকাল ৮টা পর্যন্ত তিনি অনুষ্ঠান উপভোগ করেন। এসময় তিনি রমনাজুড়ে নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সারাবাংলা/ইউজে/টিআর