বাংলা নববর্ষকে বরণ করে নিচ্ছে খাগড়াছড়ি
১৪ এপ্রিল ২০২২ ১০:৫৪
খাগড়াছড়ি: নানা আয়োজনে খাগড়াছড়িতে বরণ করা হচ্ছে নতুন বাংলা বছর ১৪২৯ বঙ্গাব্দকে। এসব আয়োজনের মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয় বাংলা নববর্ষের বর্ণাঢ্য র্যালি। স্থানীয় সংসদ সদস্য সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এই র্যালির উদ্বোধন করেন।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহল প্রাঙ্গণে গিয়ে র্যালিটি শেষ হয়। বাঙালি ছাড়াও র্যালিতে বিভিন্ন বয়সী চাকমা, মারমা, ত্রিপুরা, নারী-পুরুষ-শিশু অংশ নেন। তাদের পরনে ছিল ঐতিহ্যবাহী সব পোশাক।
পরে টাউনহল প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় সপ্তাহব্যাপী বৈশাখী মেলারও উদ্বোধন করা হয়। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, করোনা মহামারির কারণে গত কয়েক বছর বাঙালির প্রাণের উৎসব হয়নি। সে কারণে এ বছর পুরাতন বছরকে বিদায় এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে নববর্ষকে বরণ করে নিতে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
অনুষ্ঠানে বক্তারা নতুন বছরে বাঙালি সুখ, সমৃদ্ধি ও শান্তির পাশাপাশি সাম্প্রদায়িকতামুক্ত আগামীর প্রত্যাশার কথা জানান।
সারাবাংলা/টিআর