Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদে মহাসড়কে দুর্ঘটনা-চাঁদাবাজি রোধে সতর্ক আহলাদিপুর হাইওয়ে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২২ ২১:৪০

রাজবাড়ী: আসন্ন ইদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে সড়ক দুর্ঘটনা ও চাঁদাবাজি রোধসহ শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ।

জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে বসন্তপুরের মজলিশপুর এলাকা পর্যন্ত ১৮ কিলোমিটার এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে বড়পুল পর্যন্ত ১০ কিলোমিটার এলাকার দায়িত্বে রয়েছে আহলাদিপুর হাইওয়ে থানা। প্রতিদিন এ দু’টি মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার হাজার হাজার যানবাহন ও মানুষ চলাচল করে।

ইদ এলে এই সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। বাড়তি গাড়ির চাপের কারণে মহাসড়কে সড়ক দুর্ঘটনা, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন ধরণের নৈরাজ্যের আশঙ্কাও বেড়ে যায়। তাই ইদকে সামনে রেখে এ দু’টি মহাসড়কে আইন-শৃঙ্খলা বজায় রাখতে তৎপরতা জোরদার করেছে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ।

একইসঙ্গে মহাসড়কে সড়ক দুর্ঘটনার অন্যতম বাহন তিন চাকার যান (থ্রি-হুইলার) চলাচল রোধেও গুরুত্ব দিয়েছে এই থানার পুলিশ। ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত আহলাদিপুর হাইওয়ে থানায় মোট ১৬৫টি গাড়ির বিরুদ্ধে মামলা রুজু করে বিপুল পরিমাণ অর্থ রাজস্ব আদায় করা হয়েছে। এরমধ্যে থ্রি-হুইলার রয়েছে ৭৩টি। গত মাসে এই থানায় মোট মামলার সংখ্যা ছিল ৩৪৩টি।

এছাড়াও, মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানো এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের বিরুদ্ধেও নিয়মিত মামলা রুজু করে রাজস্ব আদায় করা হচ্ছে।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘আসন্ন ইদে ঢাকা-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ সকল প্রকার বৈধ যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে চলেছি। মহাসড়কে সড়ক দুর্ঘটনা, চাঁদাবাজি ও ডাকাতি রোধসহ যেকোনো ধরণের নৈরাজ্য বন্ধে আহলাদিপুর হাইওয়ে পুলিশ বদ্ধ পরিকর।’

তিনি বলেন, ‘যদি কেউ মহাসড়কে চাঁদাবাজি বা যেকোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আমরা আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেব। আমাদের থানা এলাকার মধ্যে রয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ঘাট। ইদের ছুটিতে ঢাকা থেকে এসে দৌলতদিয়া ঘাট দিয়ে মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে বিষয়ে আমরা সবসময় তৎপর থাকব। ঘাট এলাকাকে যানজটমুক্ত রাখার ব্যাপারে জেলা পুলিশের পাশাপাশি আমরাও সচেষ্ট থাকব।’

ওসি আরও বলেন, ‘মহাসড়কে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে- তিন চাকার যানবাহন (থ্রি-হুইলার) চলাচল। যে কারণে মহামান্য হাইকোর্ট ও সরকার মহাসড়কে এসব যান চলাচলকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আমাদের থানা এলাকার মহাসড়কে তিন চাকার যান চলাচলের বিরুদ্ধে আমরাও জিরো টলারেন্স ঘোষণা করেছি। তারপরেও বিভিন্ন পার্শ্ব রাস্তা থেকে মাঝেমধ্যেই তিন চাকার বিভিন্ন যানবাহন মহাসড়কে উঠে পড়ে। আমরা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এসব নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি।’

এছাড়া মহাসড়কে অন্যান্য বড় যানবাহন চলাচলের ব্যাপারেও হাইওয়ে পুলিশের কঠোর নজরদারি রয়েছে বলে জানান দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাতে কেউ দুর্ঘটনা ঘটাতে না পারে সেজন্য সড়কে স্পিডগান ব্যবহার করা হচ্ছে। বেপরোয়া গতিতে গাড়ি চালালে স্পিডগানের মাধ্যমে শনাক্ত করে মামলা ও জরিমানা আদায় করা হচ্ছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/পিটিএম

ইদুল ফিতর টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর