Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড়-বজ্রপাতের পূর্বাভাস, বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা

সারাবাংলা ডেস্ক
১৫ এপ্রিল ২০২২ ১০:৪৪

ঢাকা: বৈশাখের প্রথম দিন সন্ধ্যায় সারাদেশে চোখ রাঙিয়ে গেছে ঝড়ো হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দ্বিতীয় দিনেও দমকা-ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে থাকবে প্রবল বিজলী চমকানো এবং বজ্রসহ বৃষ্টি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস এসব তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানো এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

সারাবাংলা/এএম

কালবৈশাখী ঝড় বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর