Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এস-৪০০ মিসাইল দিয়ে ইউক্রেনীয় হেলিকপ্টার ভূপাতিত করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২২ ১৫:৪৩

রাশিয়ার সীমান্তবর্তী গ্রামে হামলা চালানো একটি ইউক্রেনীয় হেলিকপ্টার মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার দাবি, এস-৪০০ মিসাইল ব্যবস্থা দিয়ে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। রুশ গ্রামে হামলা চালিয়ে তখন হেলিকপ্টারটি ইউক্রেনের ঘাঁটিতে ফিরছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সোভিয়েত আমলের তৈরি এমআই-৮ হেলিকপ্টারটি এস-৪০০ মিসাইল ব্যবস্থা দিয়ে ইউক্রেনের গরোদন্যা অঞ্চলে ভূপাতিত করা হয়। এই অঞ্চলটি রুশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে।

বিজ্ঞাপন

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) হেলিকপ্টারটি সীমান্তের ওপারে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের ক্লিমোভো গ্রামে হামলায় ব্যবহৃত হয়েছিল। এ হামলায় দুই বছর বয়সী এক শিশু এবং তার গর্ভবতী মাসহ সাতজন আহত হয়।

রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের দু’টি হেলিকপ্টার কম উচ্চতায় উড়ে এসে গ্রামে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর