বেনাপোল: ভারতে পাচারকালে বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্ট থেকে উন্নত ব্রান্ডের ৫০০ প্যাকেট চুরুট জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে গোপন সংবাদে ভারতীয় এক পাসপোর্ট যাত্রীর লাগেজ তল্লাশি করে উন্নতমানের ২৫০০০ (পঁচিশ হাজার) চুরুট জব্দ করা হয়েছে।
ভারতীয় ওেই যাত্রীর লাগেজ তল্লাশি পরবর্তী স্ক্যানিং করে নিশ্চিত এসব চুরুট জব্দ করা হয়। জব্দ চুরুটের মূল্য ৭ লাখ টাকা বলে কাস্টমস সূত্র জানান। তবে পাসপোর্ট যাত্রী ভারতীয় হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
জব্দ চুরুট বেনাপোল কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি বিভাগীয় মামলা করা হয়েছে। এই প্রথম ভারতগামী যাত্রীর কাছ থেকে চুরুট জব্দ করা হলো।