Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২২ ২২:১৫

বগুড়া: ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দুই সহোদরসহ চার জনকে বগুড়া সদর থানা পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ বলছে, তারা চার জনই চিহ্নিত সন্ত্রাসী। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতি করার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতের পর তাদের গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

গ্রেফতার চার জন হলেন— বগুড়া শহরতলীর বুজরুকবাড়িয়া গ্রামের মৃত লাল মিয়ার দুই ছেলে মুক্তার হোসেন (৪০) ও আব্দুল হাকিম (৩১) এবং একই এলাকার মৃত স্বপন ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম আগুন (২৮) ও বগুড়া সদর উপজেলার ভাটকান্দি এলাকার নুর আলমের ছেলে রাকিবুল ইসলাম (১৮)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা জানতে পারেন, কালিবালা এলাকায় অন্তত ১২ জন ডাকাতির প্রস্তুতি নিতে একত্রিত হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ চার জনকে ধরতে সমর্থ হয়। পরে তাদের হেফাজত থেকে চারটি হাসুয়া, ছয়টি বাঁশের লাঠি, দড়ি ও স্কচটেপ জব্দ করা হয়।

ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ পরিদর্শক সুজন মিয়া জানান, গ্রেফতার চার জন ছাড়াও আরও কয়েকজন ডাকাতি করার জন্য কালিবালা এলাকায় সমবেত হয়েছিল। পুলিশ তাদের ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

সুজন মিয়া আরও জানান, গ্রেফতার চার জনের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতি ছাড়াও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হাকিম ও আগুনের নামে পাঁচটি করে এবং মুক্তার ও রাকিবুলের নামে একটি করে মামলা রয়েছে।

সারাবাংলা/টিআর

গ্রেফতার ৪ ডাকাতির প্রস্তুতি

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর