‘ইউক্রেনে অস্ত্র পাঠানোর পরিণাম হবে ধারণাতীত’
১৬ এপ্রিল ২০২২ ১০:১৫
ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা মিত্রদের প্রতি আনুষ্ঠানিক হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। মস্কো থেকে পাঠানো এক কূটনৈতিক বার্তায় এমন আভাস মিলেছে বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক কিছু সংবাদমাধ্যম।
দুই পাতার ওই কূটনৈতিক বার্তা ওয়াশিংটনের রুশ দূতাবাসের মাধ্যমে দেশটির স্টেট ডিপার্টমেন্টে পাঠানো হয়। সেখানে বলা হচ্ছে, ন্যাটোর অস্ত্র সহায়তা পরিস্থিতি আরও ঘোলাটে করবে।
মঙ্গলবার ওই বার্তা হাতে পাওয়ার খানিকক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছেন। কয়েকদিনের মধ্যেই ওই প্যাকেজের আওতায় সমরাস্ত্রের প্রথম চালান ইউক্রেনে পৌঁছবে বলে জানিয়েছে বিবিসি।
এ ব্যাপারে মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, রাশিয়ার পাঠানো ওই হুঁশিয়ারি বার্তাই প্রমাণ করে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র সেখানে তিন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠিয়েছে।
সারাবাংলা/একেএম