আগুনে পুড়ে মারা গেলেন ১০৫ বছরের বৃদ্ধা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২২ ১৭:১৩
১৬ এপ্রিল ২০২২ ১৭:১৩
নাটোর: গুরুদাসপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে ১১টি বাড়ি। এসময় ঘরে আটকা পড়ে পুড়ে মারা যান গুলজান বেওয়া নামে ১০৫ বছরের এক বৃদ্ধা। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার বিকেলে গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের খড় ব্যবসায়ী বক্কার আলীর খড়ের পালা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসময় ঘরে আটকা পড়ে গুলজান বেওয়া নামে ১০৫ বছরের বৃদ্ধা মারা যান।
আগুনে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আখতার হামিদ খান। খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার আবু রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।
সারাবাংলা/এসএসএ