Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিস জনসনের উপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২২ ২০:০৯

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ১৩ মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। তাদের রাশিয়া প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। শনিবার (১৬ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

বরিস জনসন ছাড়াও এ তালিকায় আছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডমনিক রাব, পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রাস, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মেসহ অন্যান্য ও সরকারি কর্মকর্তা ও রাজনীতিক।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ সরকারের নজিরবিহীন বৈরী পদক্ষেপের প্রতিক্রিয়ায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যুক্তরাজ্যের বিরুদ্ধে আরও অভিযোগ করেছে মস্কো। ক্রেমলিনের অভিযোগ, ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্রের যোগান দিতে ন্যাটোর অন্যান্য সদস্যদের সমন্বয় করছে যুক্তরাজ্য। এছাড়া যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের জন্য তার পশ্চিমা মিত্র এবং অন্যান্য দেশগুলোকে প্ররোচিত করছে। মস্কো বলেছে, লন্ডনের এই ধরনের পদক্ষেপ অগ্রহণযোগ্য।

উল্লেখ্য যে, গত সপ্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে যোগ দিতে কিয়েভ সফর করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সারাবাংলা/আইই

ইউক্রেন বরিস জনসন রাশিয়া


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর