Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারিওপোল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২২ ১৩:০১ | আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ১৪:৫৯

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মারিওপোলের নগর এলাকা পুরো নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া।

শনিবার (১৭ এপ্রিল) রুশ সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, মারিওপোল নগরীকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও ভাড়াটে সৈন্যদের থেকে মুক্ত করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ এক বিফ্রিংয়ে বলেছেন, এখানকার অবশিষ্ট ইউক্রেন বাহিনী আজোভস্টাল স্টিল কারখানায় অবরুদ্ধ হয়ে পড়েছে। নগরীতে যুদ্ধকালে এক হাজার ৪৬৪ ইউক্রেনীয় সৈন্য আত্মসমপর্ণ করেছেন।

আজভ সাগরের তীরে অবস্থিত মারিওপোল রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ভয়াবহ সংঘাতের কেন্দ্রস্থল হয়ে ওঠে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছিল, তাদের বাহিনী এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যদিও গত সাত সপ্তাহ ধরে মারিওপোল অবরুদ্ধ করে রেখেছিল রুশ বাহিনী।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, মারিওপোল থেকে ইউক্রেনীয় বাহিনীকে নির্মূল করা হলে, তা রাশিয়ার সঙ্গে যেকোনো আলোচনার অবসান ঘটাবে।

সারাবাংলা/এএম

ইউক্রেন টপ নিউজ মারিওপোল রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর