Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা: সাংহাইয়ে ৩ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২২ ১২:১৮

ফের করোনা সংক্রমণের মুখে চীনের বাণিজ্যকেন্দ্র সাংহাইতে কয়েক সপ্তাহ ধরে কঠোর লকডাউন চলছে। এর মধ্যেই সোমবার (১৮ এপ্রিল) করোনা আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যুর খবর জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ।

সাংহাইতে কয়েক সপ্তাহের লকডাউন শুরুর পর এটিই প্রথম মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ভর্তি অবস্থায় ওই তিন জনের মৃত্যু হয়। তাদের মধ্যে দু’জন নারী ও এক জন পুরুষ। দুই নারীর এক জনের বয়স ৮৯ ও অপরজনের ৯১ বছর। পুরুষের বয়সও ৯১ বছর। হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তারা।

প্রসঙ্গত, ২০১৯ সালের শেষের দিকে চীনে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর গণহারে করোনা পরীক্ষা, ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ও বিভিন্ন এলাকায় লকডাউন দেওয়ার মধ্য দিয়ে কোভিড সংক্রমণ ও মৃত্যুহার উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনতে সক্ষম হয় দেশটি। এক বছরেরও বেশি সময় ধরে চীনে করোনাজনিত মৃত্যুহার শূন্য ছিল।

সারাবাংলা/একেএম

করোনা চীন সাংহাই


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর