Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৌরসভার বিরুদ্ধে আদালতে নিষেধাজ্ঞা চেয়ে জেলা পরিষদের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২২ ১৮:২৫

বাগেরহাট: দুর্নীতির দুই মামলার পর এবার জেলা পরিষদের ঘাট অবৈধভাবে টেন্ডার দেওয়ার অভিযোগে বাগেরহাট পৌর মেয়রের বিরুদ্ধে মামলা করেছে জেলা পরিষদ। আদালত মামলা গ্রহণের পর ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন মেয়র খান হাবিবুর রহমানকে। বাগেরহাট সদরের সহকারি জজ আদালতের বিচারক ড. আতিকুর সামাদ এই নির্দেশ দিয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা বাদী হয়ে দেওয়ানী কার্যবিধি আইনের ১৫১ ধারায় এ মামলা করেন। এরপর আদালত কারণ দর্শানোর নোটিশ দেন।

বিজ্ঞাপন

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, বাগেরহাট সদরের জেলা পরিষদের মালিকানাধীন দড়াটানা, মুনিগঞ্জ, ভদ্রপাড়া, সুপারি পট্টি ও দড়াটানা ব্রিজের নিচসহ মোট ৫টি খেয়াঘাট বাগেরহাট পৌরসভা ইজারা দিত্রে পারে এই মর্মে খুলনা বিভাগীয় কমিশনারকে একটি চিঠি পাঠায় ২০১০ সালে। কিন্তু এ বছরই খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে পৌরসভাকে এসব ঘাট ইজারা দিতে বিরত থাকার নির্দেশ দিয়ে চিঠি দেন। একই বছর জেলা পরিষদ স্থানীয় সরকার শাখাকে পৌরসভার এ ধরনের ইজারা দেওয়া থেকে বিরত থাকার জন্য চিঠি দেয় এবং স্থানীয় সরকার পৌরসভাকে একই নির্দেশনা দেন ইজারা না দেওয়ার জন্য। কিন্তু পৌরসভা নিয়ম  নীতির তোয়াক্কা না করে এসব ঘাট ইজারা দিয়ে রাজস্ব আদায় করতে থাকে, যা সম্পূর্ণ বেআইনি ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন। জবরদখল করে এসব খেয়াঘাটের টোল আদায়ে সরকার তথা বাগেরহাট জেলা পরিষদের রাজস্ব ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাগেরহাট পৌরসভা যেন বেআইনিভাবে এসব ঘাটের ইজারা বন্ধ করে এ ব্যাপারে নিষেধাজ্ঞার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

বাগেরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর