Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলক্ষেতে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ, বন্ধ নিউমার্কেট

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২২ ১০:৪৫

ঢাকা: রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী-পুলিশের সংঘর্ষের ঘটনায় নীলক্ষেত মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে ৭ কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় এই কর্মসূচি শুরু হবে।

গতকাল সোমবার (১৮ এপ্রিল) মধ্যরাতে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির হামলার প্রতিবাদে ৩ দফা দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের মধ্যে সংঘর্ষে নিয়ন্ত্রণের চেষ্টায় পুলিশ। ছবি: সংগৃহীত

এখনও নিউমার্কেটের কোনো দোকান খুলতে দিচ্ছে না শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের ক্লাস-পরীক্ষা স্থগিত, শিক্ষকদের উপস্থিত হওয়ার অনুরোধ

এর আগে, পুরো নিউমার্কেট-সাইন্সল্যাব-নীলক্ষেতজুড়ে রাতভর চলে সংঘর্ষ। একপর্যায়ে ব্যবসায়ীরা সরে গেলেও শিক্ষার্থীরা আবার রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। পুরো এলাকার সড়কগুলো ইট-পাটকেল আর গুলির খোসায় ছেয়ে আছে।

দোকানে কেনাকাটাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। এ ঘটনায় বেশ কয়েকজন ব্যবসায়ী ও শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

সারাবাংলা/ইউজে/এমও

নিউমার্কেট নীলক্ষেত ব্যবসায়ী-পুলিশ মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর