বিজ্ঞাপন

নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ

April 19, 2022 | 1:12 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ চলছে। নিউমার্কেট এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। সোমবার (১৮ এপ্রিল) দিবাগত ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয় এলাকাজুড়ে।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউমার্কেট এলাকায় ইতোমধ্যে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশকে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা গেছে।

রাত পৌনে ১ টার দিকে নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরীফুজ্জামান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করে জানান, সংঘর্ষের পর ব্যবসায়ীরা এক দিকে অবস্থান করছে। অন্যদিকে শিক্ষার্থীরা কলেজ গেটের কাছাকাছি অবস্থান করছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য মাঝখানে অবস্থান নিয়েছে। পুলিশ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেনাকাটা কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ব্যবসায়ী ও শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/আরআইআর/আইই

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন