Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২২ ১৯:৪৩

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) দেশটির প্রেসিডেন্টের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে চলমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোড়দার করতে বৈঠকে আলোচনা হয়েছে। পরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব ফেসবুকে বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করতে পেরে তিনি আনন্দিত।

বিজ্ঞাপন

হালিমা ইয়াকুব বলেন, ‘ড. মোমেন সিঙ্গাপুরে এক সরকারি সফরে আছেন। আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীর সঙ্গে এই সফর মিলে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগসহ দ্বি-পাক্ষিক সহযোগিতার বিষয়ে ভালো আলোচনা হয়েছে। আমরা আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করেছি।’

প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব আরও বলেন, ‘আমি ড. মোমেনের সিঙ্গাপুরে একটি আনন্দদায়ক অবস্থান ও দেশে ফেরার লক্ষ্যে একটি নিরাপদ ভ্রমণ কামনা করছি।’

এর আগে, গতকাল সোমবার বাংলাদেশ ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কূটনৈতিক বৈঠকও অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণাননিজ নিজ সরকারের প্রতিনিধিত্ব করেন।

সারাবাংলা/টিএস/পিটিএম

পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট বৈঠক মোমেন সিঙ্গাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর