Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনা মানবিক প্রধানমন্ত্রী’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট
১৯ এপ্রিল ২০২২ ২৩:৩১

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা মানবিক প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উন্নয়নের সুফল দে‌শের জনগণ ভোগ করছে।

প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় দাউদপুর ইউনিয়ন প‌রিষদ কার্যালয় মা‌ঠে দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হয়েছে। আমরা যেদিকে তাকাই সেই দিকেই দেখি উন্নয়ন আর উন্নয়ন। যখনই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই এ দেশের উন্নয়ন হয়। এছাড়া আর কোনো সরকারের আমলে উন্নয়ন হয়নি। তারা উন্নয়নের কথা বলতে পারে না। তারা খালি আন্দোলনের কথা বলে। আন্দোলন করে সাধারণ মানুষের ভোট পাওয়া যায় না। সাধারণ মানুষের ভোট পেতে হলে উন্নয়ন দেখাতে হবে।’

দাউদপুর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি আফাজ উদ্দীন খা‌নের সভাপ‌তি‌ত্বে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আশিকুল ইসলাম খোক‌নের সঞ্চালনায় সভায় অন্যান্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফের‌দৌসী আলম নীলা, দাউদপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, গোলাকান্দাইল ইউনিইয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান কামরুল হাসান তু‌হিন, কাঞ্চন পৌরসভার মেয়র র‌ফিকুল ইসলাম, উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক দফতর সম্পাদক আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার শামীম আজিজ, আওয়ামী লীগ নেতা আনছার আলী, উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক কার্যকরী সদস্য আব্দুল মান্নান মু‌ন্সি, বাংলা‌দেশ আওয়ামী হকার্স লী‌গের যুগ্মসম্পাদক কামাল হো‌সেন কমল, আওয়ামী লীগ নেতা খায়রুল আলম নয়ন, উপ‌জেলা ম‌হিলালী‌গের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপ‌জেলা স্বেচ্ছাসেবক লী‌গের সভাপ‌তি মাহবুবুর রহমান মে‌হের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ফয়সাল সিকদার, উপ‌জেলা যুব ম‌হিলালী‌গের সাধারণ সম্পাদক সে‌লিনা আক্তার রিতা।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর