আগুনে প্রাণ গেল শিশুর, দগ্ধ বাবা
২০ এপ্রিল ২০২২ ২০:৪২
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় নিজ ঘরে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার বাবা।
বুধবার (২০ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর দক্ষিণ পতেঙ্গার ভিআইপি সড়কে মোল্লাঘাটা এলাকায় দীন মোহাম্মদ সওদাগরের কলোনিতে এ ঘটনা ঘটেছে।
আগুনে পুড়ে ওই কলোনির বাসিন্দা আব্দুল মান্নানের মেয়ে শারমিন আক্তার মনির (৭) মৃত্যু হয়েছে। আব্দুল মান্নানকে (৪০) দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন সারাবাংলাকে বলেন, ‘আব্দুল মান্নানের স্ত্রী সাহিদা বেগম লাকড়ির চুলায় রান্না করছিলেন। রান্না দ্রুত শেষ করতে তিনি জলন্ত লাকড়ির ওপর কেরোসিন ঢেলে দেন। কিন্তু অসাবধানতাবশত বেশি কেরোসিন পড়ে যায়। এতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সারাঘরে আগুন ছড়িয়ে যায়। সাহিদা দ্রুত বের হতে পারলেও ঘরের ভেতরে থাকা শারমিন পুড়ে মারা যায়। তাক বাঁচাতে গিয়ে আব্দুল মান্নানের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।’
পুলিশ শারমিনের লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তার বাবাকে হাসপাতালে ভর্তি করে বলে ওসি জানান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল পৌনে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১২টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে তারা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয় বলে জানতে পারে। তবে সঠিক কারণ নির্ণয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।
সারাবাংলা/আরডি/একে