Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওরে বজ্রপাতে ধান কাটার ২ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২২ ০০:০৮

সুনামগঞ্জ: দিরাই উপজেলার দাভাঙ্গা হাওরে বজ্রপাতে রবীন্দ্র দাস (৬০) ও টিপু দাস (২৩) নামে দুই জন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা ধীতপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের পাশে দাভাঙ্গা হাওরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই পজলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের পাশে দাভাঙ্গা হাওরে দিনভর ধান কাটায় ব্যস্ত ছিলেন ৮ থেকে ১০ জন ধান কাটার শ্রমিক। বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ আকাশে কালো মেঘ দেখতে পান তারা। এসময় সবাই হাওর থেকে নিরাপদ স্থানের দিকে দৌড়াচ্ছিলেন। কিন্তু নিরাপদ স্থানে যাওয়ার পথে দু’জন ধান কাটার শ্রমিক বজ্রপাতের কবলে পরে আহত হন।

পরে আহত রবীন্দ্র দাস ও টিপু দাসকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো .সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বজ্রপাতে দুইজন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন।’

সারাবাংলা/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর