Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইউক্রেনে যুদ্ধের ময়দানে ব্রিটিশ সেনা’

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২২ ১২:৩৭ | আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৩:৫৫

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাভিভ এলাকায় ব্রিটিশ সেনাবাহিনীর অন্তত ২০ সদস্য দুইটি গ্রুপে ভাগ হয়ে নাশকতা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রিয়া নভোস্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তার অংশ হিসেবে ওই সেনাসদস্যদের গোপনে ইউক্রেনে পাঠানো হয়েছে।

রুশ গোয়েন্দা সূত্র বলছে, ব্রিটেনের সেনাবাহিনী থেকে বিশেষভাবে প্রশিক্ষিত সদস্যদের ইউক্রেনে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

এর আগে, ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কাজে কিছু ব্রিটিশ সেনা সেখানে রয়েছেন। কিন্তু, রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, প্রশিক্ষণ নয় রাশিয়া অধিকৃত ইউক্রেনের অঞ্চলগুলোতে সরাসরি যুদ্ধের ময়দানে কাজ করছে ব্রিটিশ এসএএস গ্রুপের বিশেষায়িত সেনা সদস্যরা।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ ব্রিটিশ সেনা রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর